
নিউজটাইম ওয়েবডেস্ক : আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বৃহস্পতিবারই। শুক্রবার থেকে সাধারণের জন্য চালু হয়ে গেল ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। প্রথম দিনের যাত্রায় সওয়ার হলেন বহু মানুষ।
ভিড় উপচে পড়েছে সল্টলেকের মেট্রোয়। অফিস বা অন্য কাজ ছাড়াও শুধুই নয়া মেট্রোর আনন্দ নিতে হাজির হয়েছেন অনেকে। তাই ভালোবাসার দিনে তাঁদের স্বাগত জানাতে টিকিটের সঙ্গে লাল গোলাপ উপহার দিল মেট্রো কর্তৃপক্ষ। সক্কাল সক্কাল নতুন মেট্রো নিয়ে মানুষের উৎসাহের ছবি ধরা দিলো। লাইন দিয়ে টিকিট কাটলেন যাত্রীরা। টিকিটের সঙ্গে সঙ্গে হাসিমুখে একটি করে লাল গোলাপ হাতে দিলেন মেট্রোর আধিকারিকরা। এ ভাবেই প্রথম ইস্ট-ওয়েস্ট মেট্রো সফরের স্বাদ নিলেন অনেকে। নয়া ব্যবস্থা, নিরাপত্তা দেখে দারুণ খুশি যাত্রীরা। আপাতত সল্টলেক সেক্টর ফাইভ থেকে যুবভারতী স্টেডিয়াম পর্যন্ত চলবে মেট্রো। উঠলেই ৫টাকা দিয়ে চড়া যাবে মেট্রো। ২০ মিনিট অন্তরই মিলবে পরিষেবা। চলতি কলকাতা মেট্রোর থেকে আরও বেশি অত্যাধুনিক ব্যবস্থা রাখা হয়েছে নয়া মেট্রোতে। সেগুলি কী, দেখে নেওয়া যাক… চলতি কলকাতা মেট্রো গড় গতি – ৫৫-৬০ কিলোমিটার/ঘণ্টারেকের প্রকৃতি – এসি ও নন-এসি
শব্দ – নন-এসি রেকে শব্দ আটকানোর ব্যবস্থা নেই
প্ল্যাটফর্মে নিরাপত্তা – বিশেষ কোনও ব্যবস্থা নেই
বয়স্ক ও বিশেষ ক্ষমতাসম্পন্নদের জন্য – প্রতি স্টেশনে আলাদা করে কোনও ব্যবস্থা নেই। তিনটি স্টেশনে লিফট আছে
যাত্রীস্বাচ্ছন্দ্যের জন্য – কোনও স্টেশনে শৌচাগার নেই। যাত্রীরা মেট্রোকর্মীদের শৌচাগার ব্যবহার করেন ইস্ট-ওয়েস্ট মেট্রো গড় গতি – ৮০ কিলোমিটার/ঘণ্টা
রেকের প্রকৃতি – শুধু এসি
শব্দ – শব্দ প্রতিরোধের ব্যবস্থা রয়েছে এলিভেটেড অংশে
প্ল্যাটফর্মে নিরাপত্তা – আত্মহত্যা বা দুর্ঘটনা ঠেকাতে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর
বয়স্ক ও বিশেষ ক্ষমতাসম্পন্নদের জন্য – প্রতি স্টেশনে হুইলচেয়ার তোলার র্যাম্প, লিফট ও চলমান সিঁড়ি
যাত্রীস্বাচ্ছন্দ্যের জন্য – প্রতি স্টেশনে যাত্রীদের জন্য নির্দিষ্ট শৌচাগার ২০ মিনিট অন্ত আপাত চলবে এই মেট্রো। প্রতি স্টেশনে ট্রেন থামবে ২০ সেকেন্ড। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেট্রো চলবে। ৪.৮ কিমি যাত্রাপথে ৬টি স্টেশন রয়েছে। প্রথম পর্যায়ে আপাতত ৫টি মেট্রো চলছে।