
নিউজটাইম ওয়েবডেস্ক : কেজরিওয়ালকে তিনি শুভেচ্ছাবার্তা জানিয়েছেন কিনা তা জানতে চাওয়া হলে তিনি জানান আপের এই জয়ে খুব খুশি হয়েছেন তিনি। তাই অবশ্যই শুভেচ্ছাবার্তা জানাতে ভোলেননি। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সোমবারই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের তরফ থেকে ফোন আসে। আর সেই ফোনে আত্মবিশ্বাসী কেজরিওয়াল মমতাকে শপথ গ্রহণের আগাম আমন্ত্রণ করেন। আর সেই ফোনে মমতা শপথপাঠ অনুষ্ঠানে উপস্থিত থাকবার আগাম আমন্ত্রণও গ্রহণ করে নেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া থেকে জানান যে তিনি আম আদমি পার্টির জয়ে খুশি। মমতা আজ বলেন, এই জয় কেজরিওয়ালজির জয় । তাঁর দাবি, আম আদমি পার্টির উন্নয়নই কেজরিওয়াল শিবিরকে জিতিয়েছে।