
নিউজটাইম ওয়েবডেস্ক : প্রেমে প্রত্যাখ্যান এবং তার জেরেই মহিলার গায়ে আগুন লাগিয়ে দিলেন এক যুবক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নাগপুরে। তিনদিন যমে-মানুষে লড়াইয়ের পর আজ সকালে হাসপাতালেই মৃত্যু হল নির্যাতিতার।
নির্যাতিতা ওই তরুণীর বয়স চব্বিশ বছর। একটি কলেজে তিনি শিক্ষকতা করতেন। পুলিশ সুত্রে পাওয়া খবর অনুযায়ী, বহুদিন থেকেই বছর সাতাশের ওই অভিযুক্ত যুবক বিকাশ নাগরালের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল তরুণীর। কিন্তু হঠাৎ করেই ওই যুবকের সাথে বন্ধুত্ব ত্যগ করেন তিনি। এই প্রত্যাখ্যানের ফলে রাগ থেকেই তরুণীকে আক্রমন করা হয় বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই অভিযুক্ত বিকাশ নামের ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্তে নেমে সমগ্র ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ।