
নিউজটাইম ওয়েবডেস্ক : গত কয়েক মাস ধরে একটানা উর্ধমুখী থাকার পর অবশেষে স্বস্তি। কয়েক দিন ধরেই কমতে শুরু করেছে পেট্রোল, ডিজেলের দাম। তবে তাতে খুব একটা সুবিধা হচ্ছিল না আমজনতার। কারণ, যে হারে দাম কমছিল, তাতে বিশাল কিছু হেরফের হচ্ছিল না জ্বালানির দামে। তবে ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই পেট্রোল, ডিজেলের দাম ক্রমাগত নামছে।
রবিবার একধাক্কায় লিটারে প্রায় ৩১ পয়সা কমল পেট্রোলের দাম । ফলে কলকাতায় পেট্রোলের দাম হল লিটার প্রতি ৭৫.১০ টাকা। একইভাবে ডিজেলের দামও লিটারে ২৫ পয়সা কমল। কলকাতায় ডিজেলের নয়া দাম হল ৬৭.৭৬ টাকা । গত পাঁচ সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী | মূলত বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রকোপের জেরেই এই ধস বলে মনে করছেন অর্থনীতিবিদদের। তবে এদেশে এপ্রিলেই বিএস সিক্স এমিশন চালু হতে চলেছে। সেক্ষেত্রে এপ্রিলে পেট্রোল-ডিজেলের দাম আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।