
নিউজটাইম ওয়েবডেস্ক : গত কয়েক বছরে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে গড়ে উঠেছে একের পর এক গণ আন্দোলন। সিএএ, এনআরসি বিরোধী আন্দোলন থেকে বর্তমানের কৃষক আন্দোলন, নরেন্দ্র মোদির মসনদে বারবার আঘাত হেনেছে আন্দোলনকারীরা। নরেন্দ্র মোদি এদিন বলেন, বেশ কিছু মানুষকে প্রতিটি আন্দোলনেই দেখা যাচ্ছে। এই নতুন গড়ে ওঠা দলটিকে ‘আন্দোলনজীবি’ নামে আখ্যায়িত করেন মোদি।
আন্দোলনকারীদের কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, “ আমরা প্রত্যেকেই ‘শ্রমজীবি’, ‘বুদ্ধজীবি’র মতো শব্দবন্ধ শুনেছি। তবে কিছুদিন ধরে খেয়াল করছি দেশে একটি নতুন সত্ত্বার প্রকাশ ঘটেছে। এরা ‘আন্দোলনজীবি’। যে কোনো আন্দোলনেই এরা যুক্ত থাকে, কখনো সামনে থেকে নেতৃত্ব দেন, কখনো বা আড়ালে থেকে। তারা আন্দোলন ছাড়া বাঁচতে পারে না। তাদের খুঁজে বার করে দেশকে তাদের থেকে বাঁচাতে হবে। পাশাপাশি এই ‘আন্দোলনজীবি’ দেশের জন্য প্যারাসাইট বলেও চিহ্নিত করেন মোদি। ” কৃষক আন্দোলন সমর্থন করা বিদেশী নাগরিকদের বিদেশি ধ্বংসাত্মক নীতি থেকেও দেশকে সতর্ক থাকতে হবে বলে, নিজের ভাষণে বলেন প্রধানমন্ত্রী।