
নিউজটাইম ওয়েবডেস্ক : আট বছর পর ফিরে এল কেদারনাথ বিপর্যয়ের স্মৃতি। রবিবার উত্তরাখণ্ডের চমোলি জেলায় হিমবাহে ফাটলের ফলে নামে তুষারধস। হু হু করে বাড়তে থাকে ধৌলিগঙ্গার জল। ভাসিয়ে নিয়ে যায় দুকুলের গ্রামগুলি। বিপর্যয়ে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে ঋষিগঙ্গা জলবিদ্যুৎ প্রকল্প। ঐ প্রকল্পে কর্মরত দেড়শর বেশি শ্রমিকের খোঁজ মিলছে না। তাদের কারোরই বেঁচে থাকার আশঙ্কা নেই বলেই মনে করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্যে নেমেছে আইটিবিপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে জানিয়েছেন, তিনি এই বিপর্যয়ের ওপর নজর রাখছেন।মোকাবিলায় উচ্চপদস্থ কর্মচারীদের সাথে যোগাযোগ রাখছেন তিনি।