
নিউজটাইম ওয়েবডেস্ক : রবিবার বিকেলে গুজরাতের মোরবি ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়। নদীর উপ্র ব্রীজ ভেঙে জলে পড়ে যায় বহু মানুষ। মঙ্গলবার সকালেও মচ্ছু নদীতে মৃতদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন ডুবুরিরা। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৩৫। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪ জন।
সোমবার সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে ভাষণ দেওয়ার সময়, মোরবি নদীর দুর্ঘটনার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। তবুও নিজেকে সংযত করে নেন। অন্যান্য কাজ করলেই মোদীর মন পড়ে থাকে মোরবি’তেই। তাই আজ মোরবি’তে দুর্ঘটনাস্থলে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023