
নিউজটাইম ওয়েবডেস্ক : শিলিগুড়ির ১৮ নম্বর ওয়ার্ডে দম্পতির রহস্য মৃত্যু। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। মৃত দম্পতির নাম উজ্জ্বল কুমার সিনহা ও দেবলীনা সরকার সিনহা বলে জানা গিয়েছে। বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেই থাকতো উজ্জ্বল। জানা গিয়েছে সে পেশায় প্রাইভেট টিউটর ও দেবলীনা দেবী আর্টের শিক্ষিকা।
বুধবার সকালে তাঁরা ঘর থেকে না বের হওয়ায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের। এরপরই দরজা খুলে ভেতরে যান তাঁরা। দেখা যায় বিছানায় উজ্জ্বল সিনহার দেহ পড়ে রয়েছে ও মেঝেতে রয়েছে দেবলীনা দেবীর দেহ। এরপরই শিলিগুড়ি থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করেছে। তবে দুজন আত্মহত্যা করেছে নাকি অন্য কোনো ঘটনা তা নিয়ে রহস্য রয়েছে। এদিন ঘটনার খবর পেয়ে এলাকায় যান কাউন্সিলর সঞ্জয় শর্মা। মৃত দেবলীনা সরকার সিনহার মা শিপ্রা সরকার যান, দুজন ১১ টা নাগাদ বাড়ি থেকে টিউশন পড়ানোর জন্য বের হয়। কিন্তু আজ না বের হওয়ায় সন্দেহ হয়। মেয়েকে খবর দিই। তাঁরা এসে ডাকাডাকি করলেও দরজা খুলেনি।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023