
নিউজটাইম ওয়েবডেস্ক : রহস্যজনক ভাবে সারা শরীরে ইলেকট্রিক তার পেঁচানো অবস্থায় স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জের উকিলপাড়া এলাকায়।মৃতের নাম অভিক দাস। রবিবার রাতে মৃত অভিক দাসের বাবা ও মা একটি অনুষ্ঠান বাড়ি ফিরে এসে পড়ার ঘরের মেঝেতে ছেলেকে পরে থাকতে দেখেন। অভিকের বাবা অশোক দাস জানান, সেই সময় ছেলে গোটা শরীরে ইলেকট্রিকের তার পেঁচানো ছিলো।
তিনি আরও বলেন, রায়গঞ্জ সারদা স্কুলের দ্বাদশ শ্রেনীর বিজ্ঞান বিভাগের ছাত্র অভিক মাঝেমধ্যেই নানা রকম এক্সপেরিমেন্ট করতো। সেই রকম কোন এক্সপেরিমেন্ট করতে গিয়েই এই দূর্ঘটনা কি না সে ব্যাপারে ইতিমধ্যেই রহস্য তৈরি হয়েছে। অন্যদিকে রায়গঞ্জ সারদা বিদ্যাপীঠের ইংরেজি মাধ্যমের প্রিন্সিপাল রাজবলি পাল জানান, সপ্তম শ্রেনীতে বিদ্যালয়ে ভর্তি হয়ে ছিল অভিক। পড়াশুনা ছাড়াও খেলাধুলা এবং অন্যান্য সব ব্যাপারে তার অদম্য আগ্রহ ছিল। তবে কী কারনে এই মৃত্যু সেই ব্যাপারে ধোঁয়াশায় সকলেই।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023