হাওড়ায় নিখোঁজ যুবকের রহস্যমৃত্যু

নিউজটাইম ওয়েবডেস্ক :  হায়দ্রাবাদের বাসিন্দা সঞ্জু রায় কালী পুজোর আগে হাওড়ার সাঁকরাইলে খুড়তুতো দাদার বাড়িতে গিয়েছিলেন। গত ২৯ অক্টোবর রাতে নিজের জন্মদিন সেলিব্রেট করেন সেখানেই।কেক কাটার পর বাড়ি ফিরে,  ফোনে কথা বলতে বলতে নাকি বেরিয়ে যান। তারপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

তদন্তে নেমে পুলিশ গতরাতে জানতে পারে উলুবেড়িয়া পুলিশ মর্গে রয়েছে একটি অজ্ঞাতপরিচয় যুবকের দেহ। এরপর পরিবারের লোকজন সনাক্ত করে জানায় সেটি সঞ্জুর মৃতদেহ। সোমবার দুপুরে দক্ষিণ সাঁকরাইলে তাঁর মৃতদেহ নিয়ে এলে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। তাঁদের অভিযোগ, সঞ্জুকে খুন করা হয়েছে। তাঁর মুখে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।

পুলিশ জানিয়েছে, গঙ্গা থেকে দেহ উদ্ধার হয় নিখোঁজ হওয়ার দু’দিন পর। কিন্তু গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলে মুখে আঘাত থাকবে কেনো? এই প্রশ্ন তুলছেন পরিবারের লোকেরা। তাছাড়া নিখোঁজ হবার পর পুলিশ জানিয়েছিল বিভিন্ন জায়গায় টাওয়ার লোকেশন পাওয়া গেছে। তাই উলুবেড়িয়ায় গঙ্গায় কিভাবে দেহ পাওয়া গেল, তা নিয়ে উঠছে প্রশ্ন।পরিবারের লোকেরা জানান এক মহিলার সাথে দীর্ঘদিন ভালোবাসার সম্পর্ক ছিলো সঞ্জুর,পre সেই সম্পর্ক ভেঙে যায়।

এই সম্পর্কের সাথে মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কিনা সেই বিষয়ে তদন্তের দাবী উঠছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে তদন্ত সঠিক পথে এগোচ্ছে। এরপর পরিবারের লোকজন কোনো অভিযোগ দায়ের করলে তা গুরুত্ব দিয়ে দেখা হবে।আপাতত একটি অস্বভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube