
নিউজটাইম ওয়েবডেস্ক : স্পেনের পাবলো সারাবিয়ার দুর্ভাগ্য ও মরক্কোর ইয়াসিন বোনোর হাতজশ। টাইব্রেকারে স্পেনকে ৩-০ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নিল মরক্কো। বিশ্বকাপের ইতিহাসে মরক্কোর এখনো পর্যন্ত সেরা সাফল্য। প্রথম ৯০ মিনিট। তার পর অতিরিক্ত সময়ে ১০১৮টা পাস খেলেও গোল করতে পারল না স্পেন। বরং স্প্যানিস রক্ষণের গাফিলতিতে বেশ কয়েকবার নিশ্চিৎ গোলের সুযোগ পেয়েছিল মরক্কো। অভিজ্ঞ স্টাইকারের অভাবে ১২০ মিনিটে তারাও স্কোর লাইন ভরাতে পারল না।
যদিও ম্যাচের অন্যতম সহজ সুযোগ পেয়েছিলেন পরিবর্ত হিসেবে মাঠে নামা স্পেনের পাবলো সারাবিয়া। বাঁ প্রান্ত থেকে আসা সেন্টারে পাও ছুঁয়েছিলেন তিনি। কিন্তু মরক্কোর পোস্টে লেগে তা বাইরে যায়। এই মুভের পরেই শেষ হয় ১২০ মিনিটের খেলা। হতাশায় ভরা সেই সারাবিয়ার হাতেই পেনাল্টির প্রথম শটের বল তুলে দেন এনরিকে। এবারও তিনি হতাশ করলেন। পোস্টে মেরে চাপে ফেলে দিলেন স্পেনকে। উল্টো দিকে মরক্কো গোলকিপার ভিষণ রূপ ধারণ করে একে একে রুখে দিলেন সোলের ও বুসকেটের শট। আর তার সঙ্গেই নয়া ইতিহাস গড়ল মরক্কো।Latest posts by news_time (see all)
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023
- কাজীপাড়ার ঘটনা নিয়ে সরব আইএসএফ বিধায়ক - April 1, 2023