
নিউজটাইম ওয়েবডেস্ক : ডেঙ্গি নিয়ন্ত্রণের লক্ষ্যে শ্রীরামপুরে শুরু হল মোবাইল ভ্যান পরিষেবা l শ্রীরামপুরের ২৫ নম্বর ওয়ার্ড থেকে এই মোবাইল ভ্যান পরিষেবার সূচনা করলেন শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী সাহাl মূলত এই পরিষেবায় জ্বরে আক্রান্ত রোগীরা বাড়ি লাগোয়া এই ভ্যানে রক্ত পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ পাবে ।
উল্লেখ্য, এই মোবাইল ভ্যানে করা রক্ত পরীক্ষার রিপোর্ট দিনের দিনেই পেয়ে যাবে স্থানীয়রাl শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী সাহা জানান, ‘আমাদের লক্ষ্য ডেঙ্গি নিয়ন্ত্রণ করা,তার জন্যই পুরসভা থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই পরিষেবা পেয়ে খুশি রোগীরা l’Latest posts by news_time (see all)
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023
- কাজীপাড়ার ঘটনা নিয়ে সরব আইএসএফ বিধায়ক - April 1, 2023