
নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলবার রাজ্য সফরে এসেছেন বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য মিঠুন চক্রবর্ত্তী। মূলত পঞ্চায়েত ভোটের প্রচারে তাঁর এবারের এই সফর। বুধবার রাতে বাঁকুড়া শহরের লালবাজারের একটি বেসরকারী লজে রাত্রিবাস করেন তিনি। বৃহস্পতিবার প্রথম পর্যায়ে মেজিয়ার দুর্লভপুরে দলের বাঁকুড়া সাংগঠনিক জেলার ২৮ টি মণ্ডলের মণ্ডল সভাপতিদের নিয়ে এক বৈঠকে যোগ দেন মিঠুন।
ঐ বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রয়েছেন। আছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁও। পরে পূর্ণাঙ্গ জেলা কমিটির বৈঠক হবে। এরপর শালতোড়ার দলীয় বিধায়ক চন্দনা বাউরীর বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারবেন তিনি। সবশেষে এদিন বিকেলে মেজিয়া কলেজ মাঠে কর্মী সম্মেলন করবেন মিঠুন চক্রবর্ত্তী। এমন খবরই বাঁকুড়া জেলা বিজেপি সূত্রে জানা গিয়েছে।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023