
নিউজটাইম ওয়েবডেস্ক : কনের শাড়ি খারাপ, সেই কারনে পাত্রপক্ষের তরফে বাতিল করা হল বিয়ের অনুষ্ঠান। এর আগেও বহুবার নানা কারনে বিয়ের আসর থেকে বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এবার যে কারনে বিয়ে ভাঙল পাত্রপক্ষ তা একেবারে নজিরবিহীন।
ঘটনাটি ঘটেছে কর্ণাটকের হাসানে । বি এন রঘুকুমার নামে ওই যুবক সঙ্গীতা নামে এক তরুণীর প্রেমে পড়েন। তাঁদের বাড়ি পর্যন্ত গড়ায় সেই সম্পর্কের কথা। দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়েরও ঠিক হয়। বৃহস্পতিবার কর্নাটকের হাসানেই বিয়ের আসর বসার কথা ছিল। কিন্তু পরিবারের লোকের কথামতো বিয়ের আগেই উধাও হয়ে যায় বর। কিন্তু হঠাৎ করে কেন বিয়ে ভেঙে দেওয়া হল পাত্রপক্ষের তরফে! কারন হিসাবে পাত্রীর শাড়িকে দায়ী করেছে পাত্রপক্ষ। তাঁদের কথায়, বিয়ের আগে এক অনুষ্ঠানে যে শাড়ি পরেছিল সঙ্গীতা তা একেবারেই কম দামের। বিয়ে বাতলের এই কারনকে সম্পূর্ন ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে সঙ্গীতার পরিবারের তরফে। এর পরেই তাঁরা পাত্রের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন।