
নিউজটাইম ওয়েবডেস্ক : দিল্লির হৌজ খাসে এক নাইজিরিয়ান পর্যটকের কাছে পাওয়া গেল ৫৩০ গ্রাম হশিশ, যার মূল্য প্রায় ২,৯২,৯৮৮। নাইজিরিয়ান নাগরিক চিবুইজ আগবন নামের এই ব্যক্তিকে মেট্রো স্টেশন থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশ
এই ব্যক্তি ২০১৯ সালে পতিন মাসের পর্যটক ভিসা নিয়ে ভারতে আসেন, এবং এখনও পর্যন্ত এখানেই রয়েছেন। পুলিশ সূত্রে খবর এই ব্যক্তিকে গ্রেফতার করার জন্য বহুদিন ধরে ফাঁদ পেতেছিল দিল্লি পুলিশ।