
নিউজটাইম ওয়েবডেস্ক : একবিংশ শতাব্দীর বিজ্ঞানের যুগেও ভূতের মতো কুসংস্কারে বিশ্বাস করেন অনেকেই। তবে ভূতের ভয়ে থাইল্যান্ডের একটি গ্রামের পুরুষেরা যা করছেন তা জেনে হতবাক গোটা দুনিয়া। জানা যাচ্ছে থাইল্যান্ডের নাখন ফেনুম প্রদেশের একটি গ্রামের মানুষেরা এই অদ্ভুত কান্ড করছে। গত কয়েকদিনে সেই গ্রামের বেশ কিছু পুরুষ ও যুবক ঘুমানোর সময় মারা যায়। পর পর এই মৃত্যু গ্রামবাসীদের মধ্যে দৃঢ় ধারনা তৈরি করে যে কোনো এক বিধবার ভূতই করছে এই হত্যালীলা।
বিধবার ভূতের কুসংস্কারটি বদ্ধমূল হতেই তার হাত থেকে নিস্কৃতি পেতে ওই কান্ড করতে শুরু করেন পুরুষেরা। 80 সেন্টিমিটারের একটি স্কেয়ারি ক্রোও তৈরি করা হয়েছে। যেটিতে লাল রঙ করে লেখা হয়েছে, ‘এখানে কোনও পুরুষ নেই।’