
নিউজটাইম ওয়েবডেস্ক : বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ শ্রীলঙ্কায় আছড়ে পড়ল বিপুল শক্তিমান ঝড় বুরেভি। এই ঝড় আগের নিভারের মত ধ্বংসাত্মক না হলেও তান্ডব চালিয়েছে বেশ কিছুক্ষণ। এরপর দিকবদল করে সেখান থেকে এগোচ্ছে তামিলনাড়ুর দিকে। সেখানে ইতিমধ্যেই সতর্কতামূলক পদক্ষেপ জারি করা হয়েছে। আবহাওয়াবীদদের পূর্বাভাস, বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার সকালে তামিলনাড়ুতে আছড়ে পড়বে এই ঘূর্ণীঝড়। সতর্কতামূলক সমস্ত ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। রাজ্যকে সমস্ত সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ইতিমধ্যেই তামিলনাড়ু ও কেরালাতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর বেশ কয়েকটি দল উপস্থিত হয়েছে। এদিন সকালেই তামিলনাড়ু ও কেরালার মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, তিনি জানান, এই দুই রাজ্যকেই সমস্ত পরিস্থিতিতে সাহায্যে অঙ্গীকারবদদ্ধ প্রশাসন। যে কোনো পরিস্থিতিতে সাহায্য পাবে তারা। কেরালার বিভিন্ন এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এদিন জাতীয় আবহাওয়া দফতর জানিয়েছে কেরালার মান্নারের ৪০ কিমি দূরে এই এই ঘূর্ণীঝড় অবস্থান করছে। এইদিন দুপুরে এই ঝড় গতি বাড়িয়ে মান্নার প্রণালী অতিক্রম করবে বুরেভি।