
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা পরিস্থিতিতেও ভারতে বড়সড় বিনিয়োগ করছে অ্যাপল, জানালেন কেন্দ্রীয়া মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। বৃহস্পতিবার ব্যঙ্গালুরু টেক সামিটে তিনি বলেন, করোনা পরিস্থিতিতেও নয়টি অপারেটিং ইউনিট ভারতে স্থানান্তরিত করেছে অ্যাপল। তিনি জানান, এই করোনা আবহের মধ্যেই চিন থেকে এই অপারেটিং ইউনিটগুলি সম্পূর্ণ স্থানান্তরিত করা হয়েছে ভারতে। তিনি জানান, বিশ্বে প্রযুক্তি নির্মাতারা এবার চিনের বিকল্প খুঁজছে তাঁদের উৎপাদনস্থলের জন্য।
এর আগেই কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছিলেন, স্যামসাঙ, ফক্সকন, রাইসিং স্টার, উইসট্রন, পেগাট্রনের মত সংস্থা গুলি পিএলআই স্কীমের আওতায় আবেদন করেছে। এই টেক সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই অতিমারীর সময়ে আমরা প্রত্যক্ষ অভিজ্ঞতায় বুঝেছি, টেকনোলজি আমাদের জীবন ধারণের জন্য কতটা প্রয়োজনীয়। তার সাথে আমরা এও দেখেছি সমগ্র ভারতবাসী কেমন মসৃন ভাবে তাদের নিত্য জীবনে প্রযুক্তির সাথে মানিয়ে নিয়েছে। দেশব্যাপী লকডাউন ঘোষণার পর যখন সমস্তরকম যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছিল, তারপরেও দেশের যে বিশাল ওয়ার্ক ফোর্স, তা থেমে যায়নি। আমরা প্রায় সঙ্গে সঙ্গেই ওয়ার্ক ফ্রম হোমের সাথে অভ্যস্ত হয়ে উঠেছি। সেটাও সম্ভব হয়েছে একমাত্র প্রযুক্তির জন্য। এই অতিমারীর জন্যে দেশের কর্মস্থানে যে পরিবর্তন এসেছে তা ভবিষ্যতেও থেকে যাবে বলেই মনে করা হচ্ছে। মানুষের ব্যক্তিগত ও কর্মজীবন বহুল পরিমানে প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। বেঙ্গালুরু টেক সামিটের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে রবিশঙ্কর জানান, ভারতের অর্থনীতিকে মূলত তথ্য প্রযুক্তি নির্ভর করে তোলার ভাবনায় আছে কেন্দ্রীয় সরকার। এর জন্য ভারত সরকারের তরফ থেকে আনা হচ্ছে একটি ডেটা প্রোটেকশন ল। তিনি জানান, “আমরা প্রশাসনিক স্তর থেকে ভারতকে তথ্য প্রযুক্তির হাব হিসেবে বিশ্বের কাছে প্রদর্শন করার ভাবনা শুরু করেছিষ কাজ শুরুও হয়েছে একেবারে প্রাথমিক স্তরে। ভারতের অর্থনীতি হয়ে উঠবে তথ্যপ্রযুক্তি নির্ভর অর্থনীতি। এরজন্যে আমরা নিয়ে আসছি ডেটা প্রোটেকশন ল।“