করোনা লকডডাউনের সুযোগে চুরি ভ্যানগঘের বহুমূল্য ছবি
10 months ago 1 min read
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা মহামারীর জেরে গোটা বিশ্ব থমকে গেছে। সকলে আটকে তাঁদের বাড়ির গন্ডিতে। সোশ্যাল ডিসট্যান্সিং অভ্যাস করছে সকলে। খুব প্রয়োজন ছাড়া বেরোচ্ছেন না কেউ। বন্ধ সমস্ত পার্ক, মিউজিয়াম ও প্রেক্ষাগৃহ, যেখানে হতে পারে জন সমাগম।
এরইমধ্যে ঘটল এক অসম্ভব ঘটনা। নেদারল্যান্ডের পূর্ব ভাগে ল্যারেন শহরে সিঙ্গার ল্যারেন মিউজিয়াম থেকে মধ্যরাতে চুরি গেল বিখ্যাত ডাচ শিল্পি ভিনসেন্ট ভ্যানগঘের ৮০র দশকের একটি ছবি। ছবিটির নাম স্প্রিং গার্ডেন, ১৮৮৪ সালে ৩১ বছর বয়েসে ভ্যানগঘ তাঁর পিতা মাতার সাথে নেদারল্যান্ডে থাকা কালীন এই ছবি আঁকেন। ছবিটি অন্য এক মিউজিয়াম থেকে কিছু সময়ের জন্য এনে রাখা হয়েছিল এই সিঙ্গার ল্যারেন মিউজিয়ামে।
পুলিশ সুত্রে জানা যায়, সোমবার রাত ৩টে ১৫ মিনিট নাগাদ দুস্কৃতিরা মিউজিয়ামের একটি কাঁচের দরজা ভেঙে প্রবেশ করেন বিল্ডিংয়ে। তাঁরা আশেপাশের বাড়িগুলির সিসিটিবি ফুটেজও পরীক্ষা করে দেখছেন। এ বিষয়ে মিউজিয়াম কর্তৃপক্ষ জানান, মহামারীর জন্য মিউজিয়াম বন্ধ ২০ মার্চ থেকেই। এর মধ্যে এমন ঘটনায় তাঁরা শুধুমাত্র ক্ষুব্ধই নন বিরক্তও। ছবির খোঁজে তদন্ত চলছে।
প্রসঙ্গত, এর আগেও ভ্যানগঘের বিখ্যাত ছবি দ্য স্টারি নাইট ও চুরি যায়, যার হদিশ এখনও পাওয়া যায়নি। এমনকি আরও অনেক বিখ্যাত শিল্পির সৃষ্টি চুরি যাওয়ার ঘটনা আগেও ঘটেছে, যার বেশিরভাগই উদ্ধার করা গেছে। এই ধরণের শিল্প সামগ্রী চুরি করে নকল বানিয়ে কালোবাজারি করার নজিরও আছে।