
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা মোকাবিলায় সারা দেশে লকডাউন, সমস্ত অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রাইভেট সংস্থা বন্ধ। এর জেরে বেড়েছে সোশ্যাল মিডিয়ার ব্যবহার বেড়েছে স্বাভাবিক ভাবেই। আমরা সাধারণত দিনে কাজের মধ্যেও বেশ কয়েকবার আমাদের নানান সোশ্যাল প্ল্যাটফর্মগুলোয় ফিরে ফিরে যাই দেখার জন্য।
পরিসংখ্যান বলছে, সাধারণের থেকে অন্ততপক্ষে ৪ ঘন্টা বেশি ব্যবহার করা হচ্ছে সমস্ত রকম সোশ্যাল মিডিয়া। লকডাউনের ঠিক আগের সপ্তাহের তুলনায় প্রায় ৮৭ শতাংশ বেশি ব্যবহার হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপের মত সোশ্যল মিডিয়া গুলি। লকডাউনের আগে একজনের সারাদিনে সোশ্যাল মিডিয়া ব্যবহারের গড় সময় ছিল ১৫০ মিনিট, যা লকডাউনের পর এক লাফে বেড়ে দাঁড়িয়েছে দিনে ২৮০ মিনিট। পরিসংখ্যাম অনুযায়ী বেশির ভাগ মানুষ ফেসবুক, ট্যুইটার ও হোয়াট্সঅ্যাপে আগেরর তুলনায় অনেক বেশি সময় ধরে ব্যবহার করছেন। করোনার প্রকোপে বাড়িতে আটকে থাকা মানুষ বেশির ভাগ সোশ্যাল মিডিয়ার সাহায্যেই বিশ্বের কবর পাচ্ছেন, এছাড়া তাঁদের বন্ধু ও পরিজনদের সঙ্গে যোগাযোগ রাখছেন। টেলিভিশন বাদে নানান স্ট্রিমিং সাইট গুলিতেও এই কয়েকদিনে দর্শক সংখ্যা একলাফে বেশ খানিকটা বেড়েছে বলে জানা যাচ্ছে। সমস্ত ইন্টারনেট ব্রাউসিং সাইট গুলিরও প্রায় ৭২ শতাংশ দর্শক সংখ্যা বেড়েছে লকডাউনের প্রথম সপ্তাহতেই।