
নিউজটাইম ওয়েবডেস্ক : দেশজুড়ে মহামারী পরীস্থিতি তৈরি হয়েছে। করোনার আতঙ্কে ৬৫ টি দেশে সম্পুর্ণ লকডাউন, ৪০ এর বেশি দেশে আংশিক লকডাউন। ৩০শে জানুয়ারী প্রথম করোনা আক্রান্ত হওয়ার পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার মধ্যরাত থেকে ভারতেও জারি হয়েছে ২১ দিনের সম্পুর্ণ লক ডাউন।
এমন অবস্থায় সমাজে অর্থনৈতিক ভাবে একেবারে পিছিয়ে পড়া মানুষগুলো পড়েছেন সবথেকে বেশি অসুবিধার মুখে। এঁদের বেশির ভাগের কাছে খাবার বা নিত্য প্রয়োজনীয় জিনিস মজুত করার মত পুঁজি নেই ফলে এই ২১ দিন তাঁদের বেশিরভাগই কীভাবে চালাবে পেট জানেন না। এমন সময়েই এক মানবিক পদক্ষেপ দার্জিলিং এর বিখ্যাত বেকারি ও রেস্তোরাঁ। দার্জিলিংয়ে গেলে এই রেস্তোরাঁয় সাথে গরম কফির সাথে কমলা লেবু রঙের সূর্য ডুবতে দেখেনি এমন বাঙালি হাতে গোনা যাবে। এই মহামারী পরিস্থিতিতে এই প্রবীণ বেকারী নিল এক নজির বিহীন উদ্যোগ। লকডাউন ঘোষণার পর থেকেই এখানে স্থানীয় দরীদ্র মানুষগুলিকে এঁরা বিনামূল্যে দিচ্ছে খাবার ও সামনের ২১ দিন কাটানোর মত রসদ। এছাড়া এই বেকারিতে একটি বিশেষ স্বেচ্ছাসেবি দল সমানে শেল্টার গুলি ও এনজিও গুলিতে পৌঁছে দিচ্ছেন খাবার। এই লকডাউনের জেরে যেখানে গোটা দেশে খাদ্য দ্রব্যের দাম বাড়ার একটা আশঙ্কা করা হচ্ছে, সেখানে এই রেস্তেরাঁর এই অভিনব উদ্যোগ বেশ খানিকটা স্বস্তি দিয়েছে পাহাড়ের মানুষগুলিকে। এঁরা জানান, স্টক শেষ না হওয়া পর্যন্ত তাঁরা খাবার একেবারে বিনামূস্যে পৌঁছে দেবেন মানুষের কাছে।