
নিউজটাইম ওয়েবডেস্ক : চারিদিকে শুধুই ধু ধু করছে । গোটা ইউরোপ প্রায় নেক্রোপলিস হয়ে উঠেছে । ঘরবন্দি মানুষ । জীবনযাত্রা পুরোপুরি বিপর্যস্ত । ঘরে থাকতে থাকতে অবসাদে মানুষ । তাই ইতালির মানুষ আর
ধৈর্য রাখতে পারছেন না। তাই ঘরের মধ্যে নাচ গান করছেন তারা । অন্যদিকে আমেরিকায় করোনার ভয় কাটাতে গিটার বাজিয়ে গান গাইছেন কাউবয় । রাস্তাঘাট খাঁ খাঁ । কোন ও ইতিহাসে স্থানে কোন ও পর্যটকের দেখা নেই । সর্বত্র জরুরি অবস্থা জারি হয়েছে ইতালির বিভিন্ন জায়গায় । আতঙ্ক ছড়িয়ে পড়েছে সর্বত্র । কিন্তু দিনের পর দিন বসে থাকতে কি আর ইতালিয়দের ভালো লাগে । এমনিতেই তাঁরা হুল্লোড় করতেই বেশি ভালোবাসে । তাই বিরক্ত করে বাড়িতেই রীতিমতো নাচ গানের আসর বসিয়েছে তাঁরা ।