
নিউজটাইম ওয়েবডেস্ক : পৃথিবী ছেড়ে যাওয়ার সময় এই মেয়েটি হয়তো বলতে পারেন এই গ্রহের মঙ্গল হোক। কারণ তিনি আর পৃথিবীতে ফিরবেন না। অবাক হওয়ার কিছু নেই। কারণ ইনিই প্রথম মেয়ে যিনি মঙ্গলে যাওয়া পৃথিবীর প্রথম মানুষ হবে। তাঁর নাম এলিসা কার্সেন । সব কিছু যদি ঠিক থাকে তাহলে ২০৩৩সালে লাল গ্রহে উড়ে যাবে এলিসা।
এখন বয়স মাত্র সতেরো। এগারো বছর বয়স থেকে নাসা তাঁকে মনোনীত করেছে। ছোট থেকেই আকাশে ওড়ার শখ এলিসা কার্সেনের। কিন্তু তাঁর এই ইচ্ছে যে এইভাবে পূরণ হবে তা ভাবতে পারেননি তিনি। এই বয়েসেই তাঁকে ট্রেনিং দিচ্ছে নাসা। কার্সন হতে চলেছে প্রথম মহিলা যিনি দু হাজার তেত্রিশ সালে মঙ্গলে যাওয়া পৃথিবীর প্রথম মানুষ হতে চলেছেন। এলিসা কিন্তু এখন থেকেই তৈরি । তাঁর আগ্রহ দেখে অবাক অফিসিয়ালরা । এলিসা জানেন, তাঁর হয়তো আর কোনোদিনই পৃথিবীতে ফিরে আসা হবেনা । সেইন কারণে প্রেম, যৌনতা, সন্তান সমস্ত কিছু থেকে সরিয়ে নিয়েছেন তিনি । মঙ্গলে যাওয়ার অঙ্গীকার পত্রে ও সাক্ষর করে দিয়েছেন তিনি। আর মাত্র চোদ্দ থেকে পনেরো বছর বাকি । তারপর এক নি:সঙ্গ মানুষ কোটি কোটি মাইল দূরে থাকা নিষ্প্রাণ গ্রহে বসবাস করবে । একা হারিয়ে যেতেই তাঁর আনন্দ । মানুষের স্বপ্ন যে কতোটা বড় হতে পারে তা এলিসাকে না দেখলে বোঝা যায়না ।