
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা সংক্রক্রমণ থেকে দেশবাসীকে বাঁচেতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে এদেশের সরকার। এবার মন্দিরের দেবতাকে এই মারণরোগ থেকে রক্ষা করতে এক বিশেষ উদ্যোগ নিলেন বারাণসীর মন্দিরের এই পুরোহিত। এদিন সংক্রমণ ছড়ানোর ভয়ে বিগ্রহকে মাস্ক পরিয়ে দিলেন তিনি।
আগের করোনা সংক্রমণ ছড়িয়েছে ভারতে। এখনও পর্যন্ত এদেশে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৩ জন। ঠিক সেই মুহূর্তে বারাণসীর পুরোহিত কৃষ্ণ আনন্দ পান্ডের এই উদ্যোগ রীতিমতো শিরোনামে উঠে এসেছে। এবিষয়ে এক সংবাদমাধ্যমকে তিনি জানান, সারা দেশ জুড়ে যেভাবে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে তাতে আর কোন ঝুঁকি নিতে চাইনা। আর ঠিক সে কারনেই বিশ্বনাথের মুখে মাস্ক পরিয়ে দিয়েছি। যেভাবে বিগ্রহকে আমরা পোশাক পরাই, গরমে এসি চালিয়ে দিই ঠিক সেভাবেই করোনা সংক্রমণ রুখতে এবার মাস্ক পারিয়ে দিয়েছি। তবে এখানেই শেষ নয়, কৃষ্ণ আনন্দ পান্ডে জানান, সংক্রমণ রুখতে দর্শনার্থীরা যাতে বিগ্রহকে মা ছোঁয়ে সেবিষয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। করান কোন করনা আক্রান্ত ব্যক্ত্ বিগ্রহ ছুঁলে সেখান থেকে করোনাভাইরাস ছড়াতে পারে। তাই কোন রকম ঝুকি নিতে আসরা রাজি নই।