
নিউজটাইম ওয়েবডেস্ক : আইপিএলের আগে তার বদলে যাওয়া লুক নজর কেড়েছে সবার। তিনি মহেন্দ্র সিং ধোনি। তার নতুন হেয়ারস্টাইলের কারণে এখন তিনি আলোচনার বিষয়বস্তু।
হালকা মেজাজের পাশাপাশি বিশ্বজুড়ে তাঁর খেলাধুলা এবং দেশের প্রতি শ্রদ্ধার জন্য পরিচিত। চা বিক্রেতা এক বন্ধুকে জড়িয়ে ধরে সম্প্রতি শিরোনামে এসেছিলেন ধোনি ।এবার আবার তাঁর হেয়ারস্টাইল নিয়ে শিরোনামে।তাঁর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ধোনির একটি ভিডিও শেয়ার করা হয়েছে যা সমস্ত মানুষের মন জয় করেছে। এই ভিডিওতে মাহিকে একটি হোটেলের ভিতরে যেতে দেখা গেছে এবং এখানে তার যে নতুন লুকটি দেখা গেছে তা বেশ বিখ্যাত হয়ে উঠছে। এই ছবি চেন্নাইয়ের, যেখানে ধোনি আইপিএল প্রস্তুতি নিয়ে এসেছেন। মহেন্দ্র সিং ধোনি এমন একজন ব্যাক্তি যিনি সবসময় আলোচনায় থাকেন এবং মানুষের সাথে খুব বিনয়ের সাথে আচরণ করেন, ধোনির এই স্টাইল ও চারিত্রিক বৈশিষ্ট্য তাকে বাকি থেকে আলাদা করে তোলে।