
নিউজটাইম ওয়েবডেস্ক : বয়স তার কাছেই হাঁটু গেড়ে বসে। এই বয়সে তিনি যা ফিট,তাতে আজকালকার যে কোনও ছোকরাকে হারিয়ে দেবেন। ইচ্ছে এতটাই অদম্য যে সব বাধাকে পিছনে ফেলে বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিকসে। আলিপুরদুয়ারের পঁচাত্তর বছরের অমূল্য নাথ সকলের কাছে বিষ্ময়। আপাতত তিনি নিবির অনুশীলনে ব্যস্ত খেতাব পাওয়ার জন্য।
জেদ ইচ্ছে আর অধ্যাবসায় থাকলে সব সম্ভব। কোনো বাধাই তখন বাধা মনে হয়না। বৃদ্ধ বয়েসে যখম সবাই অবসর কাটাতে ব্যস্ত তখন তিনি দৌড়ের জন্য অনুশীলন করছেন। সেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী বছর মার্চ মাসে। দেশের জার্সিতে তিনি যে তিনটি বিভাগে অংশ নেবেন, সেগুলি হল হাই জাম্প, ট্রিপল জাম্প ও পোল ভল্ট। তারই প্রস্তুতিতে অনুশীলন চলছে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে। ছোটোবেলা থেকে খেলাধুলা ভালোবাসেন, পছন্দ করেন নিজেকে ফিট রাখতে তাই বয়স তাঁর কাছে কোনো সমস্যা নয়। ² আলিপুরদুয়ারের রেলওয়ে বয়েস স্কুলের শিক্ষক অমূল্যবাবু অবসর নিয়েছেন বছর পনেরো আগে।তারপরও খেলাধুলা চর্চা চালিয়ে যান। তাঁর এই সাফল্যে খুশি আলিপুরদুয়রের বাসিন্দারা। তাকে যাবতীয় সহযোগিতা করতে এগিয়ে এসেছেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।