
নিউজটাইম ওয়েবডেস্ক : জুতোর বিবর্তন। তাঁর চোখ দিয়ে এই জুতোর বিবর্তন দেখা হচ্ছে। বিখ্যাত শ্যু মেকার ক্রিশ্চিয়ান লুডিটিনের ভাবনার প্রকাশ ঘটেছে তাঁর তৈরি নানান ডিজাইনে। স্টিলাটো থেকে শুরু করে আধুনিক জুতোর ডিজাইনের নানা আবিষ্কার হয়েছে তাঁর হাত ধরেই। তাঁর জুতো নিয়েই একটি প্রদর্শনী হচ্ছে প্যারিসে। তাঁদের নিজের জীবনের টুকরো টুকরো ভাবনাকে তুলে ধরলেন তিনি।
জুতোকে আধুনিক নানা মোড়কে আবিষ্কার করেছেন শ্যু মেকার ক্রিশ্চিয়ান লুডিটিন। এক নতুন ধরনের জুতোর আবিষ্কর্তা তিনি। আর ছিক সে কারনেই তাঁর তৈরি জুতোর আকাশছোঁয়া জনপ্রিয়তা। তাঁর জুতোর মেকিং যেমন সকলকে আনন্দ দিয়েছে ঠিক সেভাবেই সেলিব্রিটিদের কাছে অত্যন্ত পছন্দের হয়ে উঠেছে এই নতুন আদলে তৈরি জুতোগুলি। প্যারিসে এই মানুষটির তৈরি জুতে নিয়েই এরকটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীর আগে লুই টিনের স্মৃতিতে নানান ছোট ছোট গল্প উঠে এসেছে জুতো আবিষ্কারের। তিনি জানান ছবি আঁকার প্রতি আকর্ষন ছিল। সেই আঁকাকেই তিনি জুতোই ফুটিয়ে তুলেছেন বারবার। পরবর্তী সময়ে তাঁর আঁকাই ট্রেডমার্ক হয়ে গেল।