
নিউজটাইম ওয়েবডেস্ক : এই রেস্তোরাঁয় কোনো ওয়েটার নেই। তবে খাবার চলে আসে গড়গড়িয়ে। কারণ গোটা রেস্তোরাঁয় পাতা আছে লাইন। সেই লাইন দিয়ে গাড়ির মাথায় করে চলে আসে খাবার। যাঁরা খেতে আসেন তাঁরা তো এই কাণ্ড দেখে অবাক. কোথায় রয়েছে এই রেস্তোরাঁ?
হায়দরাবাদের এই রেস্তোরাঁর অভিনবত্বের জন্যই ভিড় হয় বেশি। আর এখানে নেই কোনো ওয়েটার। গাড়ি করে খাবার এলে নিজেরাই সার্ভ করে নিতে হয় । তবে খাওয়ার আগে যে মজা হয় খুবই তাই কেউই আর আপত্তি করেন না। এরপর ওয়েটারদের টিপস দেওয়ার ও দরকার পরেনা এইখানে খেলে।