নিউজটাইম ওয়েবডেস্ক :
লেওনডস্কির পেনাল্টি বাঁচিয়ে মেক্সিকোকে এক পয়েন্ট এনে দিলেন ওচোয়া। পোল্যান্ড বনাম মেক্সিকো ম্যাচ গোলশুণ্য শেষ হল। ম্যাচের শুরু থেকেই পোল্যান্ডের থেকে এগিয়েছিল মেক্সিকো। বল পজিশন থেকে গোলের সুযোগ তৈরি সবই করেছিল গায়ার্দোরা।
তবে গোলের নিশ্চিত সুযোগটা পেয়েছিল পোল্যান্ড। ৫৮ মিনিটে পেনাল্টি থেকে স্পটকিক নিতে যান দলের তারকা লেওনডস্কি। কিন্তু অসাধারণ দক্ষতার সঙ্গে তার গড়ানো শর্ট বাঁচিয়ে দেন ওচোয়া। এরপর আক্রমণ প্রতি আক্রমণ হল কিন্তু গোল হল না। তবে এই ম্যাচ ড্র হওয়ার ফলে আর্জেন্তিনা গ্রুপের লাস্ট বয় হয়ে গেল।