
নিউজটাইম ওয়েবডেস্ক : মেসি ম্যাজিকে বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখল আর্জেন্টিনা। মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে চাপের প্রেসার কুকার থেকে বেরিয়ে এল স্কালোনির দল। লুসেল স্টেডিয়ামে ডু অর ডাই ম্যাচ ছিল আর্জেন্টিনার কাছে। কিন্তু প্রথমার্ধে লাউতারো দি মারিয়াদের খেলায় দেখা গেল না সেই ঝাঁঝ। উল্টে গোলরক্ষক মার্টিনেজের তৎপরতায় দুর্গ অটুট রাখল নীল সাদা বাহিনী। দ্বিতীয়ার্ধে গোলের লক্ষ্যে আলভারেজ, ক্রিস্টিয়ান, ফার্নান্ডেজদের নামিয়ে মাস্টারস্ট্রোক দিলেন স্কালোনি।
৬৪ মিনিটে মেক্সিকানদের জমাট রক্ষণকে ভাঙলেন এলএমটেন। মাটি কামরানো শটে পরাস্ত হলেন ওচোয়া। একটা গোলেই বদলে গেল আর্জেন্টাইনদের শরীরীভাষা। ৮৭ মিনিটে বাঁক খাওয়ানো শটে ২-০ করলেন ফার্নান্ডেজ। ম্যাচ পকেটে পুরে ফেলল মেসি বাহিনী। গ্রুপে শেষ ম্যাচে পোলান্ডকে হারাতে পারলেই নক আউটের দরজা খুলে যাবে আর্জেন্টিনার – সামনে। সৌদি ম্যাচের দুঃস্বপ্ন ভুলে স্বপ্ন দেখাচ্ছেন মেসিরা।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023