
নিউজটাইম ওয়েবডেস্ক : তিনিই ঈশ্বর, তিনিই ত্রাতা। মেক্সিকোর বিরুদ্ধে রাজকীয় ফুটবলে বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখলেন, সেইসঙ্গে মারাদোনাকেও স্পর্শ করলেন লিও মেসি। আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর বিশ্বকাপে ২১টি ম্যাচে ৮টি গোল করেছিলেন। শনিবার মেক্সিয়োর বিরুদ্ধে গোল করেই পূর্বসূরির সেই কৃতিত্বে ভাগ বসালেন এলএমটেন। বিশ্বকাপে এখন ৮ গোল মেসির নামের পাশেও।পাশাপাশি নীল সাদা জার্সিতে বিশ্বকাপে সর্বোচ্চ ২১টি ম্যাচ খেলার রেকর্ড ছিল ৮৬-র মারাদোনার। শনিবারের পর রেকর্ডের এই তালিকায় নিজের নামটি তুলে ফেললেন এলএমটেন। নিছক পরিসংখ্যানে নয়, কাপ জিতে মারাদোনার আসনেই বসুন মেসি, প্রত্যাশার পারদ বাড়ছে ভক্তদের।
বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ২১টি ম্যাচ খেলার রেকর্ডটি এত দিন মারাদোনার একার ছিল।৮৬ বিশ্বকাপ কিংবদন্তি ১৯৮২ থেকে ১৯৯৪ বিশ্বকাপ পর্যন্ত এই ম্যাচগুলো খেলেছিলেন। মেক্সিকোর বিপক্ষে মেসিও খেললেন ২১ তম ম্যাচ। ৩০ নভেম্বর পোল্যান্ডের ম্যাচে নামলে হয়ে যাবেন আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার ফুটবলার। আর্জেন্টিনার হয়ে টানা ৬ ম্যাচে গোল করলেন মেসি। বিশ্বকাপ ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ৫টি ভিন্ন আসরে গোলে সহায়তার কীর্তি গড়েছেন মেসি। মেক্সিকর বিপক্ষে আর্জেন্টিনার জয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন মেসি। বিশ্বকাপে এটি তাঁর সপ্তম। ফিফা বিশ্বকাপে ৭টি ম্যাচ সেরার স্বীকৃতি আছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023