পরিবারের অত্যাচার? আত্মঘাতী যুগল

নিউজটাইম ওয়েবডেস্ক : ভালোবাসার এ এক দৃঢ় অঙ্গীকার। স্ত্রীর ওপর বাবা মায়ের অত্যাচার মেনে নিতে পারেনি, তাই একসাথে আত্মঘাতী এক তরতাজা দম্পত্তি। দুর্গাপুরের কাঁকসার বামনাবেড়া রুইদাস পাড়ার এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। বছর ২৪ এর আকাশ আকুড়ের সাথে পম্পা  রুইদাশের  বিয়ে হয়েছিল বছর দুয়েক আগে।  কিন্তু আকাশের বাড়ির লোকজন মেনে নিতে পারেনি এই বিয়ে, বিয়ের পর থেকে নানারকম অশান্তি চলতো।

অভিযোগ, একই পাড়াতে বিয়ে হওয়ার পরও বাপের বাড়ির সাথে পম্পাকে যোগাযোগ রাখতে দিত না আকাশের পরিবার।মাস তিনেক আগে অন্তসত্ত্বা হন পম্পা।কিন্তু অত্যাচারের মাত্রা প্রতিনিয়ত বাড়ছিল বলে অভিযোগ। স্ত্রীর ওপর এই অত্যাচার আর মেনে নিতে পারছিল না বাবা মায়ের একমাত্র সন্তান আকাশ। পরিবার ও পাড়ার লোকজনের ধারনা  ঠিক এই কারণে দুই জন একসাথে আত্মহত্যা করেছে। কাঁকসা থানার পুলিশ আকাশের বাড়ি থেকে দুই জনের নিথর দেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube