প্রাক্তন স্ত্রীকে ছুরির কোপ

নিউজটাইম ওয়েবডেস্ক : পারাবারিক অশান্তির জেরে এক গৃহবধূকে পেটে ছুরি ঢুকিয়ে দেওয়ার অভিযোগ প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার জয়নগর থানার বামনগাছি গ্রাম পঞ্চায়েতের কামারিয়া গ্রামে। ঘটনায় গুরুতর জখম পারুলি শেখ নামে ঐ গৃহবধূকে উদ্ধার করে রাতেই জয়নগরের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। এই ঘটনার পর থেকেই অভিযুক্ত নূর আলম মোল্লা পলাতক। এ বিষয়ে জয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বেশ কয়েক বছর আগে নূর আলমের সাথে বিয়ে হয়েছিল পারুলির। তাঁদের তিনটে সন্তানও রয়েছে। কিন্তু বছর পাঁচেক আগে পারিবারিক বিবাদের জেরে পারুলিকে ছেড়ে দেয় নূর আলম। দু বছর বাপের বাড়িতে থাকার পর নতুন করে সংসার শুরু করে পারুলি। অন্য একজনকে বিয়ে করে সে। সেখানে একটি সন্তানের জন্ম দেয় পারুলি। পাশাপাশি আগের পক্ষের তিন সন্তানকেও নিজের কাছে রেখে মানুষ করতে শুরু করে। কিন্তু সোমবার রাতে আচমকাই সেখানে হাজির হয় নূর আলম। পারুলিকে দেখা মাত্রই তাঁর পেটে ধারালো ছুরি ঢুকিয়ে দেয়। ঘটনায় গুরুতর জখম হন পারুলি। স্থানীয় মানুষজনই তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন চিকিৎসার জন্য। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত ঘটনায় মূল অভিযুক্ত নূর আলমকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube