
নিউজটাইম ওয়েবডেস্ক : পারিবারিক বিবাদের জেরে চাঞ্চল্যকর ঘটনা।কাকার ইটের হামলায় আক্রান্ত কলেজ ছাত্র। মুখে ইট দিয়ে মারার অভিযোগ। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার বাঘেরখোল এলাকায়। আহত ছাত্রের নাম শুভম নস্কর। সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
অভিযোগ শুভমের মামা বাড়িতে এলে তাকে গালাগালি করতে শুরু করে কাকা শুভঙ্কর নস্কর। এই ঘটনার প্রতিবাদ করে শুভম। তারপরেই ইট দিয়ে শুভমের মুখ লক্ষ্য করে মারা হয়। ঘটনায় গুরুতর জখম হয় শুভম। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023