নিউজটাইম ওয়েবডেস্ক :
দুর্গাপুর
থানার বি-জোনের নিউটন
এলাকায় পথ সারমেয়কে গুলি
করে হত্যার অভিযোগে গ্রেপ্তার
এক। বৃহস্পতিবার
সন্ধ্যের ঘটনাকে ঘিরে ব্যাপক
চাঞ্চল্য এলাকায়। ধৃত
ব্যক্তির নাম দিব্যেন্দু ভাওয়াল।
স্থানীয়রা প্রথমে দেখতে পেয়ে
খবর দেয় দুর্গাপুর থানার
পুলিশকে। ঘটনার
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়
দুর্গাপুর থানার পুলিশ।
পুলিশ অভিযুক্ত’কে গ্রেপ্তার করে। অভিযুক্ত’র কঠোর শাস্তির
দাবি তুলছে পশুপ্রেমী সংগঠনগুলি।