
নিউজটাইম ওয়েবডেস্ক : চলন্ত বাস থেকে ৩৪ নম্বর জাতীয় সড়কে পরে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা নটা নাগাদ মুর্শিদাবাদের সামসেরগঞ্জের বাসুদেবপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মোস্তাক আহমেদ(৫০)। বাড়ি ঝাড়খণ্ডের পাকুর জেলার সংগ্রামপুর। স্থানীয় সুত্রে জানা যায়, এদিন ফারাক্কার দিক থেকে বহরমপুরের দিকে যাচ্ছিলো যাত্রীবাহী সরকারি বাস। প্রত্যক্ষদর্শীদের দাবি, সরকারি বাসের গেটে দাঁড়িয়ে ছিলেন ওই ব্যক্তি।
বাসুদেবপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাসটি ব্রেক করতেই সঙ্গে সঙ্গে খোলা গেট দিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে বাসের নীচে পরে যান তিনি। তারপরে কার্যত ওই বাসে চাপা পরে যায় বলে জানাযায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সামসেরগঞ্জ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মহেসাইল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। দুর্ঘটনা ঘিরে যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে। বাস থেকে পড়ে দুর্ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সরকারি বাসটিকে আটক করেছে পুলিশ।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023