
নিউজটাইম ওয়েবডেস্ক : গ্যালারি পেরিয়ে এবার প্রতিবাদ আছড়ে পড়ল মাঠে। উরুগুয়ে-পর্তুগাল ম্যাচে সমকামীদের রামধনু পতাকা নিয়ে মাঠে ঢুকে পড়লেন এক সমর্থক। প্রতিবাদী সমর্থকের টি শার্টে লেখা ছিল ইরানের মহিলাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বার্তাও। সাত রঙের পতাকা নিয়ে মাঠে ঢুকে দৌড়াতে শুরু করেন প্রতিবাদী সমর্থক।
নিরাপত্তারক্ষীদের চেষ্টায় তাকে আটক করে বাইরে নিয়ে যাওয়া হয়। কিন্তু মাঠেই ফেলে যান পতাকাটি। রেফারি সেটিকে মুড়ে মাঠের রাইরে রেখে আসেন। ইসলামিক রাষ্ট্র হওয়ায় সমকামীতা নিষিদ্ধ কাতারে, বিশ্বকাপের মঞ্চে যা নিয়ে চলছে প্রতিবাদও। কিন্তু কঠোর নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে প্রতিবাদের আগুন ছড়াল মাঠের মধ্যেও।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023