নিউজটাইম ওয়েবডেস্ক :
নবগ্রামে বাজার
করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু সাইকেল আরোহীর।মুর্শিদাবাদ জেলার নবগ্রামে
ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল শুক্রবার সাত সকালে ।শুক্রবার সকালে মুর্শিদাবাদের সর্বনগর
গ্রামে পথ দুর্ঘটনা মৃত্যু হল এক সাইকেল আরোহীর। সরকারী বাসের ধাক্কায় তার মৃত্যু
হয়। লালগোলা দীঘা সরকারী বাস সজোরে এসে ধাক্কা মারে। পুলিশ জানিয়েছে মৃতের নাম রিয়াফত
সেখ বাড়ি সর্বনগর গ্রামে।
যদিও তাঁর মৃত্যু
নিয়ে ধোঁয়াশাও রয়েছে খানিকটা। ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজে দুর্ঘটনার মুহূর্ত বন্দী
হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, এক দিক থেকে সাইকেল আরোহী যাচ্ছেন, উলটো দিক থেকে
আসছিল ওই বাসটি। বাসটি কাছাকাছি আসতেই আরোহী ব্যক্তিকে সাইকেল ঘুরিয়ে বাসের সামনে চলে
যেতে দেখা যায়। তাই এই ঘটনা আদৌ দুর্ঘটনা, নাকি সুইসাইড তা পরিষ্কার হয়নি এখনও।