
নিউজটাইম ওয়েবডেস্ক : মুখ্যমন্ত্রীর তরফে দেওয়া হোমগার্ডের চাকরি গ্রহন করতে পারবেন না, পরিবর্তে যোগ্যতা অনুযায়ী স্থায়ী চাকরি দাবি জানিয়ে জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে আবেদন মালবাজারের হড়পা নিহতের ভাই।গত ৫ অক্টোবর মালবাজারের মাল নদীতে বিসর্জন দেখতে গিয়ে হড়পা বানে নিহত হয় সুস্মিতা পোদ্দার সহ আটজন ।এরপর মালবাজার সফরে এসে মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই বৈঠকে মৃতা সুস্মিতা পোদ্দারের ভাই সুদীপ পোদ্দারের কর্মসংস্থানের জন্য সরকারি চাকরির সুযোগ দেওয়া হয় বলে দাবি।কিন্তু তার হাতে পুলিশ সুপার,হোমগার্ডের তরফে ইস্যু করা যে এনরোলমেন্ট সার্টিফিকেট দেওয়া হয় তাতে উল্লেখ রয়েছে ভলেন্টিয়ার ইন নেচার’ এবং তা সম্পুর্ন রুপে অস্থায়ী বলে দাবি সুদীপের।পাশাপাশি মুখ্যমন্ত্রীকে জানানো আবেদনে উল্লেখ্য করেছে ঐ কাগজে উল্লেখ রয়েছে ‘এজ এন্ড হোয়েন নিডেড’। তাই মুখ্যমন্ত্রীকে জানানো দাবি অনু্যায়ী স্থায়ী সমাধান না হওয়ায় হোমগার্ডের চাকরি সুযোগ নিতে নারাজ বলে চিঠি লিখেছেন সুদীপ, এমনটাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন। পাশাপাশি তিনি আবেদনে আরও উল্লেখ্য করেছেন যে তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী মাল শহরেই পরিবারের সঙ্গে থেকে সরকারি স্থায়ী চাকরি সুযোগ দেওয়া হলে তিনি করতে রাজি রয়েছেন।জলপাইগুড়ি জেলাশাসক, জেলা পুলিশ সুপার,পুলিশ সুপার (হোমগার্ড),মাল মহকুমাশাসক, মাল মহকুমা পুলিস আধিকারিক এবং আইসি মালবাজার থানার প্রতিলিপির উল্লেখ করে সুদীপ সোমবার আবেদন জানায়।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023