
নিউজটাইম ওয়েবডেস্ক : ফের আগ্নেয়াস্ত্র সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করল বনদপ্তর। সম্প্রতি আগ্নেয়াস্ত্র এবং অস্ত্রসহ এক ব্যাক্তিকে গ্রেফতার করেছিল ডাবগ্রাম বনদপ্তর। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ফের এক ব্যাক্তিকে গ্রেফতার করে দুটি বন্দুক উদ্ধার করল বৈকুন্ঠপুর বনদপ্তরের ডাবগ্রাম রেঞ্জ। জানা গিয়েছে, ধৃত ব্যাক্তির নাম অঞ্জন মিশ্র তার বাড়ি খোলাচাঁদ ফাপড়ি এলাকায়।
মূলত বন্যপ্রাণী শিকার করার একটা বড় চক্র বহুদিন ধরে জঙ্গলে কাজ করছিল। এই চোরা শিকারিদের সমূলে উৎপাটিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল ডাবগ্রাম বনদপ্তর। এবার সেই কর্মকাণ্ডেই এল সাফল্য। ধৃত ব্যাক্তিকে গ্রেফতার করে আরও কয়েকজনের হদিশ পেয়েছে বনদপ্তর। যদিও তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় জানানি বনদপ্তর। ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।Latest posts by news_time (see all)
- ফের চিতাবাঘের হামলা ডুয়ার্সে - March 22, 2023
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023