
নিউজটাইম ওয়েবডেস্ক : পঞ্চায়েত ভোটের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার করল বারুইপুর থানার পুলিশ। ধৃতদের নাম শান্তনু মল্লিক ও ঝন্টু মন্ডল। বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর দুশো কলোনী এলাকা থেকে সোমবার রাতে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে দুটি বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। এদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরো কে বা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
সোমবার রাতে বারুইপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, কয়েকজন অপরিচিত ব্যক্তি বেগমপুর দুশো কলোনী এলাকায় অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে। সেই খবর পেয়েই বারুইপুর থানার এসআই রনি সরকার এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে দুই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করে। তাঁদের কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় এই অস্ত্র। কিভাবে এরা অস্ত্র পেল সেটা ক্ষতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক দুষ্কৃতী মূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023