রাজ্যপালের দাদার জন্মদিন, ঢাক বাজালেন মুখ্যমন্ত্রী

নিউজটাইম ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গনেশণের দাদার জন্মদিন উপলক্ষ্যে বর্তমানে চেন্নাই’এর তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে গিয়েও চেনা মেজাজে মমতা। জন্মদিন উপলক্ষে অতিথিদের আমন্ত্রণ জানাতে উপস্থিত ছিল দক্ষিণের বিখ্যাত বাদ্যযন্ত্র। ড্রাম বাজতে দেখে খানিকক্ষণ তফাতে থাকলেও, শেষ পর্যন্ত আর আটকে রাখতে পারলেন না নিজেকে।

এগিয়ে গেলেন ড্রামের কাছে, নিজের হাতে তুলে নিলেন কাঠি। তারপর তাল মিলিয়ে ড্রাম বাজালেন বাকিদের সঙ্গে। বাদ্যযন্ত্রের প্রতি মুখ্যমন্ত্রীর এই আকর্ষণ রাজ্যবাসীর চেনা। পুজোর উদ্বধনেও তাঁকে একাধিকবার কাঁধে ঢাক তুলে নিতে দেখা গেছে। বাদ্যযন্ত্রের প্রতি তাঁর এই অনুরাগের প্রমাণ পেল এবার চেন্নাই।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube