
নিউজটাইম ওয়েবডেস্ক : ফুটবলটা বড় সোজা মনে হয় যখন ব্রাজিল খেলে। কাতারের লুসেইলে সবুজ ঘাসে আঁকা রইলো ব্রাজিলিয়ান আলপনা। সার্বিয়াকে ২-০ গোলে হারালো তিতের দল। জোড়া গোলে সাম্বা নায়ক রিচার্লিসন।
প্রথমার্ধে সমানে সমানে লড়ে গেল সার্বিয়া। রক্ষণ, মাঝমাঠ জমাট। নেইমার, ভিনিসিয়াসরা চেষ্টা করলেও গোল আসেনি। রাফিনহা আর ভিনিসিয়াস সুযোগ হারালেন । বড় কোচেরা বিরতিকে ট্রাম্প কার্ড বানান । তিতেও তাই করলেন। দ্বিতীয়ার্ধে বদলে গেল ব্রাজিল। শুধুই পাস-পাস – পাস। বল পজেসান রাখতে শুরু করলেন নেইমার। চাপ ফাঁসের মতো চেপে বসলো। আলেক্স সান্দ্রোর শট পোস্টে লেগে ফিরলো। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ভিনিসিয়াসের শট কোনওরকমে বাঁচান সার্বিয়ান গোলরক্ষক। ফিরতি বলে গোল রিচার্লিসনের। দ্বিতীয় গোলটা ম্যাজিক। এবারের বিশ্বকাপের অন্যতম সেরা গোল। ভিনিসিয়াসের আউটসাউড পাস থেকে ম্যাজিক দেখালেন টটেনহাম স্ট্রাইকার।বাকি সময়টা জেসুস,অ্যান্থনিদের দেখে নিলেন তিতে। কাসিমেরোর শট বারে লাগলো। না হলে ব্যবধান বাড়তেই পারতো।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023