
নিউজটাইম ওয়েবডেস্ক : এমআর বাঙ্গুরে শুরু হয়ে গেল মা ক্যান্টিন। পাঁচ টাকার বিনিময় রোগীর পরিবারের লোকেরা পাবে ডিম,ভাত, ডাল,সবজি। এই মা ক্যান্টিন উদ্বোধন করতে এসে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, প্রত্যেকটা হাসপাতালের মতো এখানেও মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় খোলা হলো মা ক্যান্টিন। প্রথম দিন ১০০ জন এবং পরবর্তীকালে ৩০০ জন করে আমাদের মা ক্যান্টিনে খেতে পারবেন লোকেরা।
প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যজুড়ে করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের মুখে অন্ন তুলে দিতে এই ‘মা ক্যান্টিন’ প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একুশের নির্বাচনের আগে বিভিন্ন বিধিনিষেধ থাকায় এই ক্যান্টিন বন্ধ হয়ে যায়। যদিও মুখ্যমন্ত্রী আগামী দিনে এই ‘মা ক্যান্টিন’এর প্রসার বাড়ানোর কথা বলেছিলেন। এইবার এমআর বাঙ্গুর হাসপাতালে চালু হল এই প্রকল্প।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023