
নিউজটাইম ওয়েবডেস্ক : প্রেমিকার বাড়ির সামনে থেকে উদ্ধার হল প্রেমিকের ঝুলন্ত দেহ। মঙ্গলবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উস্থি থানার শিরাকোল ভান্ডারি পাড়ায়। ঘটনায় মৃত যুবকের নাম অয়ন মন্ডল(২৪)। তিনি ফলতা থানার নিয়োগিরাটের বাসীন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় বাজারে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয় অয়ন। পরে রাতে বাড়ি না ফেরায় তাকে ফোন করলে অয়ন পরিবারের লোকজনকে জানায় যে রাতে সে বাড়ি ফিরবে, কিন্তু রাতে আর বাড়ি ফেরেনি অয়ন। পরে আজ সকালে পরিবারের লোকজন খবর পায় তাদের ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে শিরাকোলে। খবর পেয়েই কান্নায় ভেঙে পড়ে অয়নের পরিবার। পরিবার সূত্রের খবর, পেশায় কলের পাইপের কাজ করতো অয়ন মন্ডল। বাবা মা এর একমাত্র ছেলে ছিলো সে। সম্প্রতি শিরাকোল ভান্ডারি পাড়ার এক যুবতীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে সে। অয়নের পরিবারের দাবী, গতকাল অয়ন মন্ডল প্রেমিকার সাথে শিরাকোল মোড়ে দেখা করতে যায় তখনই প্রেমিকার বাবা মা প্রকাশ্যে তাকে চড় মারে বলে অয়ন তার বন্ধুদের জানায়। এরপর আজ সকালে প্রেমিকার বাড়ির সামনে থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অয়নের পরিবারের দাবী প্রেমিকার বাড়ির লোকজন তাদের ছেলেকে খুন করে ঝুলিয়ে দিয়েছে। অন্যদিকে ঘটনায় অয়ন মন্ডলের দেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। পাশাপাশি ঘটনায় অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে উস্থি থানার পুলিশ।Latest posts by news_time (see all)
- ফের চিতাবাঘের হামলা ডুয়ার্সে - March 22, 2023
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023