
স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। নিজের বছর দশেকের ছেলেকে নিয়েই সোনারপুর এলাকায় থাকতেন এক যুবতী । মাস ছয়েক আগে শেওড়াফুলির এক যুবক, তাপস দের সাথে তাঁর মোবাইল ফোন মারফৎ পরিচয় হয়। সেই থেকে দুজনের মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু লাগাতার ঐ যুবক মহিলাকে বিয়ের জন্য জোর করতে থাকে।ওই মহিলা কিছুতেই বিয়ে করতে রাজি না হওয়ায় নানা ভাবে তাঁকে ব্ল্যাকমেল করতে শুরু করে।
মঙ্গলবার দুপুরে আচমকাই যুবতীর ছেলেকে স্কুল থেকে অপহরণ করে, তাঁকে বিয়ের জন্য চাপ দিতে থাকে ওই ব্যক্তি, এমনকি ছেলেকেও প্রাণে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্ত। ছেলেকে ফিরে পেতে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবতী। সোনারপুর থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে বুধবার গ্রেফতার করে অভিযুক্তকে। শেওড়াফুলি থেকে গ্রেফতার করা হয় তাঁকে। উদ্ধার করা হয় ওই শিশুকে। অভিযুক্তের শাস্তি চাইছেন যুবতী।
- কলকাতা বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের বিমানে বোমাতঙ্ক! - June 6, 2023
- দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থনাথ সিংহ - June 6, 2023
- ত্রিকোণ প্রেমের জেরে খুন ! - June 6, 2023