মাওবাদী নেতার খোঁজে আদালতের নোটিশ

নিউজটাইম ওয়েবডেস্ক : পড়শি রাজ্য ঝাড়খন্ডের একাধিক নাশকতামূলক ঘটনায় মাওবাদী নেতা মদন মাহাতো অভিযুক্ত। ভারতীয় দণ্ডবিধির ১৪৭,১৪৮,১৪৯,৩৫৩,৩০৭ ইত্যাদি একাধিক মামলায় ঝাড়খন্ড পুলিশের কাছে অভিযুক্ত এ রাজ্যের মাওবাদী নেতা মদন মাহাতো। বৃহস্পতিবার বিকেলে শালবনীর প্রত্যন্ত করমশোল গ্রামে ঝাড়খন্ড পুলিশের পটমদা থানা থেকে একটি দল এসে পৌঁছায়। মদন মাহাতোর পরিবারের সঙ্গে কথা বলেন ঝাড়খন্ড পুলিশের দলটি। মদন মাহাতো বাড়িতে এসেছিল কিনা বা বাড়ির সঙ্গে তার কোনো যোগাযোগ রয়েছে কিনা সে ব্যাপারে তাদের কাছে জানতে চায়।

মদনের দাদা ইন্দ্রজিৎ মাহাতো ও ভাই ভানু মাহাতো বলেন, দীর্ঘ প্রায় ২৫ বছর আগে বাড়ি থেকে বেরিয়ে যায় মদন। তারপর থেকে তার বাড়ির সঙ্গে বা পরিবারের সঙ্গে যোগাযোগ নেই।মাঝেমধ্যেই ঝাড়খন্ড পুলিশ আসে তাদের বাড়িতে মদনের খোঁজে। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে মদন স্থানীয় টাকশালে দিনমজুরের কাজ করতো। সেই সঙ্গে গান বাজনাও চর্চা ছিল তার। আর এই গান-বাজনা সূত্র ধরেই পরিচয় মাওবাদীদের সাথে। সেখান থেকেই মাওবাদী দলে পাকাপাকিভাবে নাম লিখিয়ে মদন বেপাত্তা হয়ে যায় কর্মশোল গ্রাম থেকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মদন মাহাতো মূলত বেলপাহাড়ি স্কোয়াডে মাওবাদী সংগঠনের দায়িত্বে ছিলেন। ২০১১ সালে ক্ষমতা পরিবর্তনের পর, কিষানজির মতো শীর্ষ মাওয়াবাদি নেতাদেরকে খতম করে। মাওবাদী আন্দোলনের ইতি ঘটে রাজ্যে। পরবর্তীকালে রাজ্য সরকারের পুনর্বাসন প্যাকেটে সাড়া দিয়ে একাধিক মাওবাদী নেতা-নেত্রী সমাজের মূল স্রোতে ফিরছে। অনেকে গ্রেফতার হয়েছে পুলিশের হাতে। তবে এ রাজ্যের মদন, আকাশ, জয়ন্ত, জবারা এখনো অধরা। আর সেই মদনের খোঁজে করমসোল গ্রামে ঝাড়খন্ড পুলিশের দল এসে পোস্টার সাঁটালো।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube