
নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলবার থেকে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামছে বিশ্বকাপের দলগুলি। গ্রুপের শেষ ম্যাচ দুটি হবে একই সময়ে। এ গ্রুপের ম্যাচ দুটি হবে রাত সাড়ে আটটায়। একটি ম্যাচে মুখোমুখি হবে ইকুয়েডর ও সেনেগাল। অন্য ম্যাচে কাতারের বিরুদ্ধে নামবে নেদারল্যান্ডস।
এই দুটি ম্যাচেই নির্ধারিত হবে গ্রুপ থেকে কোন দুটি দল নক আউট পর্বে যাবে। পয়েন্টের বিচারে এগিয়ে আছে ইকুয়েডর ও নেদারল্যান্ডস। দু’দলেরই পয়েন্ট চার। সেনেগাল দাঁড়িয়ে রয়েছে তিন পয়েন্টে এবং কাতার এখনও কোনও পয়েন্ট পায়নি।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023