
নিউজটাইম ওয়েবডেস্ক : দুই রুটের বাসে গন্ডগোল সোদপুর গির্জায়। ঘটনা সূত্রপাত গতকাল রাতে কলকাতার এমজি রোডে ২১৪ এ এবং ৭৮ রুটের বাসের মধ্যে রেষারেষি হয়। রেষারেষির ফলে ২১৪ এ বাস ক্ষতিগ্রস্ত হয়। যেহেতু ২১৪ এ বাসটেন্ড সোদপুর গির্জায় তাই সোদপুরে এসে ২১৪ এ বাসের পক্ষ থেকে ওই ৭৮ বাসটিকে আটকানো হয় এবং বলা হয় তাদের বাসের ক্ষতিগ্রস্ত হয়েছে তার খরচ দেওয়ার জন্য, এর ফলেই দু পক্ষের মধ্যে বচসা শুরু হয়। খবর পেয়ে সোদপুর ট্রাফিকের, ট্রাফিক অফিসার ঘটনাস্থলে পৌঁছান এবং প্রাথমিকভাবে দুপক্ষের মধ্যে মীমাংসা করিয়ে দেন।
এরপরই রাত ১১টার সময় ৭৮ বাসে করে প্রায় ৩০-৪০ জন লোহার রোড, বাঁশ হাতে করে নিয়ে আসে। আসা মাত্রই ২১৪ এ গির্জা স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাস এবং বাসের মালিক ড্রাইভার কনডাক্টরদের এলোপাথাড়ি মারধর শুরু করে, এই ঘটনায় মোট পাঁচজন ২১৪ এ বাস মালিক সহ কনডাক্টর ও ডাইভার আহত হন। রাতেই তারা স্থানীয় বলরাম হাসপাতালে গিয়ে চিকিৎসা করেন এবং খড়দহ থানায় এফআইআর করা হয়। সকালে বাস মালিক কনডাক্টরএবং ডাইভার তারা সিদ্ধান্ত নেন তারা গাড়ি চালাবেন না এরপরই এই খবর ইউনিয়নের কাছে পৌঁছলেই সঙ্গে সঙ্গে ইউনিয়নের নেতৃত্বরা গির্জা ২১৪ এ বাসস্ট্যান্ডে আসেন খড়দহ থানার আধিকারিক এর সাথে কথা বলেন পুলিশি আশ্বাসে তারপর তার সিদ্ধান্ত নেন গাড়ি চালানোর গাড়ি চালানো শুরু হলেও ২১৪ এর বাস কন্টাকটার ড্রাইভার মালিকের বক্তব্য যতক্ষণ না এর সম্পূর্ণ মীমাংসা হচ্ছে তা না হলে পুনরায় আবার বাস বন্ধের সিদ্ধান্ত নেবে।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023