শর্তসাপেক্ষে ঘেরাও তুলল মেডিক্যালের পড়ুয়ারা

নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার রাত থেকে উত্তাল হয়ে ওঠে কলকাতা মেডিক্যাল চত্বর। ২০১৬ সালের পর থেকে ছাত্র সংসদের নির্বাচন হয়নি। নতুন করে নির্বাচনের দাবি জানিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে মেডিক্যাল কলেজের ডাক্তারির পড়ুয়ারা। অধ্যক্ষ, অধ্যাপক সহ সমস্ত বিভাগীয় প্রধানদের ঘেরাও করে রাখা হয়। অন্যদিকে নার্সিং সুপারকে ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভে বসেন নার্সেরা।রোগী পরিষেবা বিঘ্নিত হয়। সব মিলিয়ে চরম অচলাবস্থা সৃষ্টি হয় মেডিকেলে। ৩৪ ঘন্টা পর ঘেরাও তুলে নিল পড়ুয়ারা।

কলকাতা মেডিক্যালের অধ্যক্ষ-অধ্যাপকেরা টানা ৩৪ ঘন্টা পর মুক্ত হলেন। যদিও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। পড়ুয়ারা বেশ কয়েকটি দাবি সামনে রেখেছেন, সেই দাবি না মেনে নিলে আমরণ অনশনের হুমকি দিয়েছেন তারা। বুধবার অর্থাৎ আজই বেলা ২টোর মধ্যে আগামী ২২ তারিখের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নির্দেশিকা জারি করার দাবি জানিয়েছে তারা।

এর পাশাপাশি আরও দুটি দাবি জানিয়েছেন তারা। ডাক্তারি ছাত্রদের নিগ্রহ করা হয়েছে, এমন দাবি তুলে এর তদন্ত চাইছেন পড়ুয়ারা। একই সঙ্গে সেন্ট্রাল লাইব্রেরি কার নির্দেশে বন্ধ হল, এর তদন্ত চেয়েছেন পড়ুয়ারা। অন্যদিকে ঘেরাও মুক্ত হলেও এখনও অধ্যক্ষের অফিসে রয়েছেন অধ্যাপকেরা।এই যাত্রায় মেডিক্যালের ডাক্তারি পড়ুয়াদের দাবি মেনে নেওয়া হয়, নাকি তারা বৃহত্তর আন্দোলনের দিকে যায় তা বলবে সময়।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube